বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঈশ্বরগঞ্জে সেবা গ্রহীতাদের ফুল দিয়ে বরণ করলেন এসিল্যান্ড  

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জে সেবা গ্রহীতাদের ফুল দিয়ে বরণ করলেন এসিল্যান্ড  

পহেলা ফাগুন এবং বিশ্ব ভালোবাসা দিবসকে রাঙিয়ে তুলতে এবং উষ্ণতা ছড়িয়ে দিতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আসা সেবাপ্রত্যাশীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ব্যতিক্রমী ওই আয়োজন করেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তারা (নায়েব) এবং সেবাপ্রত্যাশীরা। 

এসিল্যান্ডের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে প্রশংসা করেন নামজারি খারিজ নিতে আসা মো. আবুল বাশার নামে এক সেবাপ্রত্যাশী। তিনি বলেন, একটা সময়ে সেবা প্রত্যাশীরা কাঙ্খিত সেবা পেতে অনেক ঝামেলা পোহাতে হতো। এখন ভূমিসেবা অনেক সহজ হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, আমাদের সেবাপ্রত্যাশীরাও আসেন প্রতিনিয়ত। এই বসন্তে স্মার্ট ভূমি সেবার অংশ হিসেবে সেবাপ্রত্যাশীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, আমরা চাই আমাদের কাছে সেবাপ্রত্যাশীরা যারা আসবে, তাদের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে। কেননা, কাঙ্খিত সেবা পেলে সারা বছরেই তাদের মনে হাসির ফুল ফুটবে।

টিএইচ